বরিশাল ব্যুরো
ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৪:১২ পিএম
বরিশাল ব্যুরো
ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৪:১২ পিএম
ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি ও একটি পিকআপসহ পাঁচজন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন জেলার গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া।
বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- গৌরনদীর পিঙ্গলাকাঠি গ্রামের মৃত খালেক সরদারের ছেলে আল আমিন (৩৭), যশোরের কোতয়ালী থানাধীন আশ্রমরোড শংকরপুর এলাকার মৃত আনোয়ারুল ইসলাম আনারের ছেলে রিয়াজ হোসেন হৃদয় (৩০), একই এলাকার মৃত লোকমান হাওলাদারের ছেলে ইয়াছিন আরাফাত (২৭), বরিশাল বন্দর থানার কাউয়ারচর এলাকার মৃত আশরাফ আলী খানের ছেলে আসাদুজ্জামান তুহিন খান (৪৮) ও তার সহোদর জীবন খান (৩৬)।
ওসি আরও বলেন, অভিযানের সময় রাজিব হোসেনসহ অজ্ঞাতনামা ২/৩ জন ডাকাত পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত প্রত্যেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও মাদকের একাধিক মামলা রয়েছে।
এজাহারে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে উপজেলার আশোকাঠী বাসস্ট্যান্ডে সংলগ্ন এলাকার জনৈক জিন্নাত আলী হাওলাদারের বাড়িতে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে থানার টহল পুলিশ অভিযান চালিয়ে উল্লিখিত পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করে।
এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ (ঢাকা মেট্রো ন-১২-২২০৬) ও বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
ইএইচ