আমার সংবাদ ডেস্ক
ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৪:৫২ পিএম
আমার সংবাদ ডেস্ক
ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৪:৫২ পিএম
পেট্রলপাম্পের সামনে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে রাজশাহী ও রংপুর বিভাগের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে এ ধর্মঘট শুরু হয়। এতে ভোগান্তিতে পড়েন বিভিন্ন এলাকার যানবাহনের চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ নিয়ে দুপুরে পেট্রলপাম্পের মালিক সঙ্গে বৈঠকে বসে বগুড়া জেলা প্রশাসন। বৈঠকে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আলোচনা হয়। পরে বিকেল ৪টার দিকে পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
বৈঠকে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ দাবি করেন- সড়ক ও জনপথ বিভাগ অন্যায়ভাবে উচ্ছেদ অভিযান চালায়। পাম্প মালিককে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান তারা।
এ সময় বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা জানান, তদন্ত কমিটি গঠন করে সড়ক ও জনপথ বিভাগের দোষ পেলে ক্ষতি পূরণ দেওয়া হবে। তদন্ত চলাকালে আর কোনো পাম্পে এ ধরনের অভিযান চালানো হবে না।
তিনি পেট্রলপাম্প মালিকদের হুঁশিয়ার করে বলেন, আপনারা জনগণের দৈনন্দিন প্রয়োজনীয় জ্বালানি নিয়ে ব্যবসা করেন। জনগণ যদি আপনাদের পাম্প ঘেরাও করে তাহলে এটার জন্য আপনারাই দায়ী থাকবেন। আপনারা জানেন আইন সবার জন্য সমান, বিগত সময়ে কিছু কিছু ব্যক্তিকে সুযোগ-সুবিধা বেশি দেওয়া হয়েছিল। সে জন্য পরিবর্তন এসেছে।
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, কোনো নোটিশ ছাড়া আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতি করে সড়ক ও জনপথ বিভাগ। আমরা তাদের সাথে কথা বলতে চাইলে তারা আমাদেরকে কথা বলার সুযোগ দেয়নি। এতে আমাদের ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়েছে। আদমদিঘী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তিনি প্রত্যক্ষদর্শীদের সাথেও কথা বলেছেন।
আব্দুল জলিল জেলা প্রশাসনকে বলেন, আমরা আপনার আশ্বাসেই ধর্মঘট প্রত্যাহার করছি।
এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ে বগুড়া জেলা প্রশাসক জনাব হোসনে আফরোজা, পুলিশ সুপার জিদানাল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক আরাফাত হোসেন, আদমদিঘী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রোমানা আফরোজ, টিএমএসএসের কর্ণধর প্রফেসর ড. হোসনে আরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
উত্তরবঙ্গে পেট্রলপাম্পের মালিক ও কর্মচারীদের এই ধর্মঘট আট ঘণ্টা চলমান ছিল।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচির ঘোষণা দেয় বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, রাজশাহী বিভাগ। গতকাল সংগঠনটির রাজশাহী বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় অ্যাসোসিয়েশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মিজানুর রহমান ও রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মো. আবদুল জলিলের সই করা একটি বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল (সোমবার) বগুড়ার আদমদীঘি থানা এলাকায় দুটি ফিলিং স্টেশনে কোনো ঘোষণা, নোটিশ বা আনুষ্ঠানিক চিঠি দেওয়া ছাড়াই হঠাৎ উচ্ছেদ অভিযান চালায় নওগাঁ জেলার সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। এ অযৌক্তিক ও অন্যায় অভিযানের ফলে পেট্রলপাম্প মালিকরা চরম হতাশ ও ক্ষুব্ধ। তারা দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত সব নিয়মকানুন মেনে ও বৈধ লাইসেন্স অনুসরণ করে ব্যবসা পরিচালনা করে আসছেন। নিয়মিত রাজস্ব দিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। অথচ দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালিত হয়ে এলেও অতীতে কখনো এমন উচ্ছেদ অভিযান পরিচালিত হয়নি। এতে তাদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
আরএস