বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:
ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৫:২১ পিএম
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:
ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৫:২১ পিএম
কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মামলার আসামি বুড়িচং উপজেলার ষোলনল গ্রামের সাকু মিয়ার ছেলে সাবেক ছাত্রলীগ নেতা মো. সোলেমানকে গ্রেফতার করেছে বুড়িচং থানা পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ভরাসার বাজার থেকে তাকে আটক করে বুড়িচং থানা পুলিশের একটি দল।
আটকের বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজিজুল হক জানান, সোলেমানের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে হামলা ছাড়াও একাধিক ডাকাতি, হত্যা, চাঁদাবাজি, মাদক মামলা রয়েছে।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানা পুলিশ উপজেলার ষোলনল ইউনিয়নের ভরাসার বাজার এলাকা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন, সোলেমান ষোলনল ইউনিয়নে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তার ভয়ে পুরো ইউনিয়নবাসী আতঙ্কিত ছিল। তার বিরুদ্ধে বুড়িচং থানায় চাঁদাবাজি ও হত্যা মামলাসহ ৩টি মামলা রয়েছে।
এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র- জনতার আন্দোলনে হামলা চালানোর অভিযোগ রয়েছে। ছাত্রজনতার আন্দোলনে হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে।
বিআরইউ