Amar Sangbad
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫,

নেত্রকোণায় স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা, স্বামী আটক

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৫:২১ পিএম


নেত্রকোণায় স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা, স্বামী আটক

পারিবারিক কলহের জের ধরে স্ত্রী সালমা বেগমকে (২৪) শ্বাসরুদ্ধ করে হত্যার ঘটনায় পাষণ্ড স্বামী রমজান মিয়াকে (৩০) আটক করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে নেত্রকোণা সদর উপজেলার আমতলা ইউনিয়নের আমতলা পূর্বপাড়া গ্রামে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোণা জেলার সদর উপজেলার আমতলা ইউনিয়নের আমতলা পূর্বপাড়া গ্রামের মো. হাসেম মিয়ার পুত্র রমজান মিয়ার সাথে প্রায় ৬ বছর আগে মোহনগঞ্জ উপজেলার পালগাও রানাহিজল গ্রামের আলতু মিয়ার কন্যা সালমা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বেশীর ভাগ সময় তারা ঢাকার মিরপুর এলাকায় বসবাস করে আসছিল। তাদের দাম্পত্য জীবনে ৪ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। রমজান মিয়া জুয়া খেলার জন্য প্রায় সময়েই স্ত্রী সালমা বেগমের কাছে টাকা পয়সা চাইতো। এ নিয়ে তাদের মধ্যে প্রায় সময়েই ঝগড়া বিবাদ হতো। রমজান মিয়া বেশ কিছু দিন আগে ঢাকা থেকে নেত্রকোণার বাড়িতে চলে আসে।

মঙ্গলবার সকালে রমজান মিয়া ঢাকায় স্ত্রী সালমা বেগমের কাছে গিয়ে বলে, সে ভাল হয়ে গেছে, সে নেত্রকোণায় একটি বাসা ভাড়া নিয়েছেন। এখন থেকে স্বামী স্ত্রী মিলে একত্রে সুখে শান্তিতে থাকার প্রলোভন দেখিয়ে রাত ৯টার দিকে স্ত্রী সন্তানকে নেত্রকোণার গ্রামের বাড়িতে নিয়ে আসে। গভীর রাতে রমজান মিয়া স্ত্রী সালমা বেগমের গলায় জুতার ফিতা (কেডস) গলায় পেঁচিয়ে শ্বাস রুদ্ধ করে স্ত্রীকে হত্যা করে। অপরাধের দায় এড়াতে রমজান মিয়া খাটে মাথা টুকে চিৎকার চেচামেচি শুরু করে। চিৎকার চেচামেচি শুনে প্রতিবেশী লোকজন ঘটনাস্থলে এসে বিষয়টি বুঝতে পেরে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্বামী রমজান মিয়াকে আটক করে। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাজী শাহ নেওয়াজ এর সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে আমার সংবাদকে জানান, এ ঘটনায় মৃতের ভাই সবুজ মিয়া বাদী হয়ে স্বামী রমজান মিয়াসহ পরিবারের ৪ জনকে আসামি করে আজ (৫ ফেব্রুয়ারি) বুধবার দুপুরে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

আরএস

Link copied!