রাজবাড়ী প্রতিনিধি
ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৫:৩২ পিএম
রাজবাড়ী প্রতিনিধি
ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৫:৩২ পিএম
গণহত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে রাজবাড়ী জেলা গণ অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনের সড়কে রাজবাড়ী জেলা গণ অধিকার পরিষদ আহ্বায়ক শরিফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাজিদুল ইসলাম রুবেল, রাজবাড়ী জেলা গণ অধিকার পরিষদ সদস্য সচিব রবিউল আজম, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মাহবুব খান, রাজবাড়ী জেলা যুব অধিকার পরিষদের সভাপতি কামরুল হাসান রাসেল, রাজবাড়ী জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক হৃদয় খান, শ্রমিক নেতা রুবেল প্রমুখ।
পরে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন।
বক্তারা বলেন, আওয়ামী লীগ গণহত্যাকারী দল। তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রকাশ্যে রাস্তায় পেলে তাদেরকে ধরে ধরে পুলিশে দিতে হবে। তাদের সকল কার্যক্রম প্রতিহত করতে গণ অধিকার পরিষদ মাঠে থাকবে।
এ সময় শেখ হাসিনা, কাজী কেরামত আলী, শেখ সোহেল রানা টিপুসহ আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার দাবি করেন।
ইএইচ