বরিশাল ব্যুরো
ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৫:৫৪ পিএম
বরিশাল ব্যুরো
ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৫:৫৪ পিএম
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামির বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) নির্বাচনি এলাকার মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
বুধবার বিকালে তথ্যের সত্যতা নিজেই নিশ্চিত করেছেন বরিশাল-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী বাংলাদেশ মজলিসে মুফাচ্ছিরিন কেন্দ্রীয় সহ-সভাপতি ও বরিশাল জেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান।
জানিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামি জেলা কার্যালয়ে এক অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় ইলেকশন কমিশনের সিদ্ধান্তের আলোকে তাকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।
সূত্রমতে, বরিশাল-১ আসনের মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খানের নাম ঘোষণা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
এ সময় কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও বরিশাল বিভাগীয় আঞ্চলিক টিমের সদস্য মো. ফকোরুদ্দিন খান রাজীব, কেন্দ্রীয় মজলিসের সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আব্দুল জব্বারসহ গৌরনদী ও আগৈলঝাড়া এবং জেলার বিভিন্ন উপজেলার আমিররা উপস্থিত ছিলেন।
ইএইচ