Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫,

দাকোপ প্রেসক্লাবের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্রদের মতবিনিময়

দাকোপ (খুলনা) প্রতিনিধি

দাকোপ (খুলনা) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৬:৩৪ পিএম


দাকোপ প্রেসক্লাবের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্রদের মতবিনিময়

দাকোপ প্রেসক্লাবের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দাকোপ শাখা মতবিনিময় সভা করেছে।

বুধবার বিকাল ৫টায় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় দাকোপের অনিয়ম দুর্নীতি প্রতিরোধ এবং বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসরদের যে কোন ধরনের অপতৎপরতা রুখতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দাকোপ প্রেসক্লাবের সহায়তা কামনা করেন।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা সংগঠক খালিদ ফয়সাল, জেলা সংগঠক রাহাত সরদার, দাকোপ উপজেলা সংগঠক মিলকান হোসেন কথা বলেন।

মতবিনিময় সভায় দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাধারণ সম্পাদক জি এম রেজা, সাবেক সভাপতি শিপন ভূইয়া, শচীন্দ্রনাথ মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, প্রেসক্লাবের কোষাধক্ষ্য বিধান চন্দ্র ঘোষ, সাংবাদিক জি এম আজম, মো. মামুনুর রশিদ, জাহিদুর রহমান সোহাগ, পারুল বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!