Amar Sangbad
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫,

রাবিপ্রবিতে শিক্ষাবৃত্তি নীতিমালা প্রণয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৬:৪৮ পিএম


রাবিপ্রবিতে শিক্ষাবৃত্তি নীতিমালা প্রণয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শাখার আয়োজনে শিক্ষাবৃত্তি নীতিমালা প্রণয়ন এবং ২০২৪-২০২৫ অর্থ বছরের শিক্ষা বৃত্তি প্রদান সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ৩টায় মুক্তিযুদ্ধ কর্ণারের সভাকক্ষে রাবিপ্রবি‍‍`র উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন রাবিপ্রবি‍‍`র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান।

এ সময় সভায় উপস্থিত ছিলেন সায়েন্স এন্ড টেকনোলোজি অনুষদের ডিন ধীমান শর্মা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন সূচনা আখতার, সিএসই বিভাগের চেয়ারম্যান আহমেদ ইমতিয়াজ, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মোসা. হাবিবা, অ্যাকাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার মাহবুব আরা এবং অর্থ ও হিসাব শাখার সহকারী পরিচালক রাসকিন চাকমাসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

ইএইচ

Link copied!