Amar Sangbad
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫,

বিভিন্ন স্থানে নারী ফুটবল খেলায় হামলা: প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৭:১২ পিএম


বিভিন্ন স্থানে নারী ফুটবল খেলায় হামলা: প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

 দিনাজপুর জেলার হাকিমপুর ও জয়পুরহাটে নারী ফুটবল খেলায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।

বুধবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চাকেন্দা খানপাড়া এলাকায় বেসরকারি সংস্থা মহিদেব যুব সমাজকল্যাণ সমিতির উদ্যোগে কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন (ক্রীয়া) প্রকল্পের বিভিন্ন অংশীজন প্রতিবাদে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন- সিনিয়র সাংবাদিক ও জেন্ডার সমতা ও জলবায়ু জোট কমিটির সভাপতি শফি খান, জিকা কমিটির সদস্য সাংবাদিক তৌহিদুল ইসলাম বকশি ঠান্ডা, ক্রিয়া প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী লুৎফর রহমান, প্রকল্প অফিসার রত্নারানী, যাত্রাপুর বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শেখ মো. কাশেম আলী, সহকারী শিক্ষক শ্রী রতন চন্দ্র, শিক্ষার্থী জেনী আক্তার, খাঁন পাড়া 
নারীদলের সভাপতি শ্রীমতী নিবালা রানী, যাত্রাপুর ইউনিয়ন ক্লাইমেট অ্যাকশন গ্রুপের সভাপতি মো. আবুল হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, খেলাধুলা ও বিনোদন নারীদের একটি মৌলিক অধিকার। এই অধিকারকে এক শ্রেণির মানুষ হামলা ও ভাঙচুরের মাধ্যমে বাঁধার সৃষ্টি করেছেন। এতে নারীদেরকে পিছনের দিকে ঠেলে দেয়া হচ্ছে।

ইএইচ

Link copied!