Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫,

আলমডাঙ্গায় আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার

আব্দুল্লাহ আল মামুন, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা)

আব্দুল্লাহ আল মামুন, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা)

ফেব্রুয়ারি ৬, ২০২৫, ১২:৩৭ পিএম


আলমডাঙ্গায় আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার

আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আহসান উল্লাহ ও ভাংবাড়িয়া ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সভাপতি মোকাদ্দেস আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে তাদের গ্রেফতার করা হয়। 

২০২৪ সালে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও বোমা হামলা মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতৃত্বে থানা পুলিশ এক অভিযান চালিয়ে আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আহসান উল্লাহ ও ভাংবাড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোকাদ্দেস আলীকে গ্রেফতার করেছে। গ্রেফতার সিরাজুল ইসলাম
আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে, আহসান উল্লাহ কালিদাসপুর গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে ও মোকাদ্দেস আলী ভোগাইল বগাদী গ্রামের মৃত মকছেদ মন্ডলের ছেলে।

২০২৪ সালের ১১ ফেব্রুয়ারি বেলা সাড়ে ৩টায় বিএনপির কেন্দ্র ঘোষিত ইউনিয়ন পদযাত্রার কর্মসূচি থাকায় মহাসিন আলীসহ ৩০/৪০ জন বিএনপি নেতাকর্মী পদযাত্রায় অংশ গ্রহণের জন্য যাচ্ছিলেন।  ইউনিয়নের পাঁচকমলাপুর গ্রামের হায়দার মোড়ে পৌঁছলে আওয়ামী লীগের উচ্ছৃঙ্খল নেতা-কি কর্মিরা দেশীয় অস্ত্রসহ পরিকল্পিতভাবে নিয়ে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা, মারপিট করে ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় ৫ টি মোটরসাইকেল কেড়ে নেওয়া হয়।

এ ঘটনায় লক্ষ্মীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মহাসীন আলী বাদী হয়ে ৯ নভেম্বর রাতে ৪২ জনের নাম উল্লেখসহ আরও ৫০/৬০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন। গ্রেপ্তার সিরাজুল ইসলাম ও আহসান উল্লাহ রাজনীতির পাশাপাশি ঠিকাদারি করেন।

বিআরইউ

Link copied!