Amar Sangbad
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫,

কাশিমপুরে দুর্ধর্ষ ডাকাতি: নগদ ৬ লাখ টাকাসহ ৬ ভরি স্বর্ণালংকার লুট

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০২:৩৬ পিএম


কাশিমপুরে দুর্ধর্ষ ডাকাতি: নগদ ৬ লাখ টাকাসহ ৬ ভরি স্বর্ণালংকার লুট

গাজীপুরের কাশিমপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় নগদ ৬ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিস লুটপাটের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার মহানগরীর কাশিমপুরের ৪নং ওয়ার্ডের জাহাঙ্গীর আলম খান রানা ডাক্তারের বাসায় এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।

এ সময় বাসা-বাড়ির পেছনের দেয়াল টপকে বাড়ির দ্বিতীয় তলার ডাইনিং রুমের লোহার তৈরি জানালার গ্রিল কেটে ৬-৭ জন ডাকাত বাসার ভিতরে ঢুকে বাড়ির মালিক জাহাঙ্গীর আলম খান রানা ও তার পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ সবকিছু লুট করে নিয়ে যায়।

এঘটনায় ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় আনুমানিক ৬ লাখ টাকা নিয়ে যায় ডাকাতরা।

এছাড়াও লুটপাটের পর ডাকাত দলের সদস্যরা স্থান পরিবর্তন করলে জিম্মি অবস্থায় থাকার পরে জাহাঙ্গীর আলম খান রানা ও তার পরিবার ডাক চিৎকার শুরু করে। এ সময় তাদের ডাক চিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে কাশিমপুর থানা পুলিশকে খবর দেয়।

পরে ঘটনাস্থল পরিদর্শন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার আবু নাসের আলামিন, কাশিমপুর থানার অফিসার তদন্ত কর্মকর্তা ইফতেখার উদ্দিনসহ পুলিশ বাহিনীর সদস্যরা।

ইএইচ

Link copied!