Amar Sangbad
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫,

দীঘিনালায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৩:১০ পিএম


দীঘিনালায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

দীঘিনালায় খাগড়াছড়ি পার্বত্য জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের আগমন উপলক্ষ্যে মতবিনিময় সভা করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দীঘিনালা উপজেলা প্রশাসনের আয়োজনে খাগড়াছড়ি পার্বত্য জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার আগমন উপলক্ষ্যে মতবিনিময় সভার সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মামুনুর রশীদ।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা নবাগত জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক স্থানীয় সরকার উপপরিচালক নাজমুন আরা সুলতানা, দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ তরুণ কান্তি চাকমা, দীঘিনালা থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া।

এতে আরও বক্তব্য দেন- দীঘিনালা থানা বাজার ও বোয়ালখালী নতুন বাজার চৌধুরী জেসমিন চাকমা, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মো. সোহেল রানা,   দীঘিনালা চাঙমা সাংস্কৃতিক গোষ্ঠী প্রতিষ্ঠাতা পরিচালক শিক্ষা অনুরাগী আনন্দ মোহন চাকমা,  সাংবাদিক আক্তার হোসেন, দীঘিনালা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কামান্ডার মো সেলিম, দীঘিনালা কেন্দ্রীয় জামের মসজিদ এর পেশ ইমাম মাও মুহাম্মদ জামালুল হাসান,  অনার্থ আশ্রম উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. সিরাজুল হক, দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ চন্দ্র দাশ, দীঘিনালা উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. মারুফ হোসেন, দীঘিনালা ইসলামি শাসনতন্ত্র প্রতিনিধি, বাংলাদেশ জামায়েত ইসলামির প্রতিনিধি মো. আক্কাস আলী মাস্টার, দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম সফিক, দীঘিনালা হেডম্যান (মৌজা প্রধান) অ্যাসোসিয়েশন এর প্রতিনিধি যুবলক্ষ্য চাকমা, দীঘিনালা উপজেলা নির্বাচনী কর্মকর্তা শাহেন শাহ লতিফুর রহমান খায়ের, সাংবাদিক মো সোহানুর রহমান, দীঘিনালা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফ উদ্দিন বিপ্লব, দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা তনয় তালুকদার, বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, পার্বত্য নাগরিক পরিষদের দীঘিনালা উপজেলা সভাপতি মো. জাহিদুল ইসলাম প্রমুখ।

ইএইচ

Link copied!