মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৩:২২ পিএম
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৩:২২ পিএম
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করেছেন।
পরিবার কল্যাণ সহকারী শামীম আরার লাগাতার অনিয়মের বিরুদ্ধে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে প্রেসক্লাবের সামনে তারা বিক্ষোভ সমাবেশ করেন।
সমাবেশে এ দপ্তরে কর্মরত ৮৭ জন কর্মকর্তা-কর্মচারী অংশ গ্রহণ করেন।
পরে তারা প্রেসক্লবে লিখিতভাবে অভিযোগও করেন। এদের মধ্যে পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা, পরিবার কল্যাণ পরিদর্শিকা কর্মকর্তা-কর্মচারীরা ছিলেন।
ক্ষুব্ধ কর্মচারীরা বলেন, ‘শামীম আরার অনিয়ম, স্বেচ্ছাচারিতার কারণ জানতে চাইলে এবং তাকে অফিসের দায়িত্বে আন্তরিক হবার অনুরোধ জানালে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাসান তারেককে তিনি (শামীম আরা) বিভিন্নভাবে হেনস্তা করতে শুরু করেছেন। তার স্বামী মিজানুর রহমানও মোবাইল ফেনে অশ্লীল ভাষায় গালমন্দ করেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বিচার চেয়ে অভিযোগ দায়ের করেছেন পরিপরিকল্পনা বিভাগে কর্মরত সদস্যরা।
অনতিবিলম্বে শামীম আরার বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত ও তার বিচার করা না হলে শীঘ্রই কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন এসব কর্মকর্তারা।
সমাবেশে বক্তব্য দেন, উপজেলা পরিবার কল্যাণ সহকারী সভানেত্রী নাজমা খানম, এমদাদুল হক তপু ও এফপিআই জুয়েল আজাদ।
ইএইচ