Amar Sangbad
ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫,

দিনাজপুর জেলা যুবদলের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৩:৪৩ পিএম


দিনাজপুর জেলা যুবদলের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন

দিনাজপুর জেলা যুবদলের শাখার নতুন আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় কমিটি।

বুধবার দুপুরে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন নতুন এ কমিটি অনুমোদন করেছেন।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিকে এ তথ্য জানানো হয়।

নতুন কমিটির সদস্যরা হলেন, আহ্বায়ক মাসুদুল ইসলাম মাসুদ, যুগ্ম আহ্বায়ক মো. নুর আলম হক খোকন, মাসুদ রানা, রবিউল আলম শামীম, শহীদুল ইসলাম সাজু, শামীম আখতার শামীম, ফরিজার রহমান তপু ও সদস্য সচিব রেজাউর রহমান রেজা।

নবগঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন কমিটি ঘোষণার পর দিনাজপুর জেলা যুবদলের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। নতুন নেতৃত্ব জেলার যুবদলকে আরও সুসংগঠিত ও গতিশীল করবে এমনটিই আশা করেন জেলা যুবদলের নেতাকর্মীরা।

ইএইচ

Link copied!