Amar Sangbad
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫,

নৌপথে শ্রমিক নির্যাতন ও চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ প্রতিনিধি

ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৫:২৬ পিএম


নৌপথে শ্রমিক নির্যাতন ও চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ জেলার বিভিন্ন নদ-নদীতে ইজারার নামে শ্রমিকদের নির্যাতন ও চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে হাবিবুর রহমান হাবি’র সঞ্চালনায় বক্তব্য দেন- শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম বেপারী, শাহাজান হাওলাউদার, নূর আহমদ, আমিরুল ইসলাম, শফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, আতাউর রহমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সুনামগঞ্জের বিভিন্ন নদ-নদীতে ইজারা ও টোল-ট্যাক্স আদায়ের নামে চলছে বেপরোয়া চাঁদাবাজি। অতিরিক্ত চাঁদা না দিলে শ্রমিকদের মারধরসহ নানাভাবে নির্যাতনের শিকার হতে হয়। তাদের নৌকায় থাকা বিভিন্ন সামগ্রী ছিনিয়ে নিয়ে যায় চাঁদাবাজ চক্র। এতে বাঁধা দিলে নৌ-শ্রমিকদের নির্যাতনের শিকার হতে হয়। প্রায় সময় তাদের মারধর করে রক্তাক্ত জখম করা হয়। দ্রুত নৌপথে চাঁদাবাজি ও শ্রমিক নির্যাতন বন্ধ করতে হবে। অন্যথায় রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি প্রদান করেন বক্তারা।

ইএইচ

Link copied!