Amar Sangbad
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫,

ধামইরহাটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৬:০৩ পিএম


ধামইরহাটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নওগাঁর ধামইরহাটে ১শত ৪০ জন শীতার্ত ও অসহায় মৎস্যজীবী, প্রতিবন্ধী, নাপিত, কুমার, কামার, মাহালী ও পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে কম্বল বিতরণ করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

এসময় কম্বল বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌফিক আল জুবায়ের, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. ওয়াজেদ আলী, উপজেলা মৎস কর্মকর্তা আইয়ুব আলী, সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনছুর আলী, সমবায় কর্মকর্তা মো. হারুনুর রশীদ, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মিলন কুমার, তথ্যসেবা কর্মকর্তা ইসকিতা আফরিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলার বিভিন্ন নির্মাণাধীন উন্নয়ন প্রকল্পগুলো পরিদর্শন করেন। শেষে ধামইরহাট পৌরসভার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালকে ফুলেল শুভেচ্ছা জানান।

বিআরইউ
 

Link copied!