Amar Sangbad
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫,

‘মাদক নির্মূলে পুলিশ ও ছাত্র-জনতাকে কাজ করতে হবে’

জাহাঙ্গীর আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

জাহাঙ্গীর আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৯:০৮ পিএম


‘মাদক নির্মূলে পুলিশ ও ছাত্র-জনতাকে কাজ করতে হবে’

মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। মাদক নির্মূলে পুলিশ প্রশাসন ও ছাত্র-জনতা মিলে কাজ করতে হবে। মাদক আমাদের পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকালে "কাতিহার নাগরিক কল্যাণ কমিটি"র উদ্যোগে সংগঠনটির উপদেষ্টা ও বাচোর ইউনিয়ন জামায়াতের সভাপতি ইলিয়াস আলীর সভাপতিত্বে মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক।  

এসময় এলাকার ছাত্র-জনতাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আজকের এই সমাবেশ খুবই তাৎপর্যপূর্ণ। মাদকমুক্ত সমাজ গড়ার যে স্বপ্ন আপনারা দেখছেন তা বাস্তবায়নে পুলিশ প্রশাসন মূখ্য ভূমিকা পালন করবে। কৃতি শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ। নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে মেধাবী তরুণদের এগিয়ে আসতে হবে।  

তিনি আরো বলেন,মাদক একটি সামাজিক সমস্যা। এ সমস্যা সামাজিকভাবেই মোকাবিলা করতে হবে। পুলিশের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। তার পরও আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব এবং কঠোর হব।মাদক একটি সমাজকে, একটি দেশকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের তরুণ প্রজন্মকে বাঁচাতে হলে দেশকে মাদকমুক্ত করতেই হবে

কাতিহার নাগরিক কল্যাণ কমিটির আয়োজনে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বাচোর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ।

এছাড়াও স্হানিয় ইউপি সদস্য উমের আলী, সংগঠনটির উপদেষ্টা রবিউল ইসলাম রতন, সংগঠনটির সভাপতি হাসান মাসুদ, সাধারণ সম্পাদক মিলন রানা, সাংগঠনিক সম্পাদক নাজির উদ্দিন, সংগঠনটির সকল সদস্য, স্হানিয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ শতাধিক মানুষ মাদক বিরোধী সমাবেশে উপস্থিত ছিলেন।

আরএস

Link copied!