Amar Sangbad
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫,

ফেনীতে ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

ফেব্রুয়ারি ৬, ২০২৫, ১০:৪৫ পিএম


ফেনীতে ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালির আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে ফেনী পাইলট হাইস্কুল মাঠ থেকে র‌্যালিটি বের হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশে মিলিত হয়।

র‌্যালির নেতৃত্বে ছিলেন- ছাত্র শিবিরের কেন্দ্রীয় শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ এসএম আবু মুসা, জেলা সভাপতি আবু হানিফ হেলাল ও সেক্রেটারি ইমাম হোসেন আরমান, শহর সভাপতি ওমর ফারুক ও সেক্রেটারি সফিকুল ইসলাম এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও শিবিরের সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট জামাল উদ্দিন।

শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে র‌্যালিটি শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন- কেন্দ্রীয় নেতা হাফেজ আবু মুসা, জেলা সভাপতি আবু হানিফ হেলাল ও শহর সভাপতি ওমর ফারুক।

ইএইচ

Link copied!