বরিশাল ব্যুরো
ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০৩:১৭ পিএম
বরিশাল ব্যুরো
ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০৩:১৭ পিএম
‘তারুণ্যের অঙ্গীকার, দেশ হবে জনতার’ এ স্লোগান নিয়ে বাংলাদেশ যুব অধিকার পরিষদ বরিশাল মহানগর শাখার নতুন কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দিনব্যাপী বরিশাল প্রেসক্লাবের হল রুমে বরিশাল মহানগর যুব অধিকার পরিষদের আয়োজনে দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহানগর যুব অধিকার পরিষদের সভাপতি মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গণঅধিকার পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সংসদ’র আনিসুর রহমান মুন্না।
এছাড়াও প্রধান আলোচক ছিলেন বরিশাল গণঅধিকার পরিষদের সভাপতি গোলাম কিবরিয়া।
উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদ বরিশাল জেলা শাখার সভাপতি এইচ এম শামীম রেজা, সাধারণ সম্পাদক এইচ এম হাসান, মহানগরের সাধারণ সম্পাদক মো: ফরহাদ হোসেন তালুকদার ফয়সাল, বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদ’র দপ্তর সম্পাদক মো. সবুজ সেরনিয়াবাদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. মিরাজ সিকদার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগরের সাধারণ সম্পাদক খন্দকার সাকায়েত হোসেন লিমন।
ইএইচ