নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০৩:৩৯ পিএম
নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০৩:৩৯ পিএম
রাঙামাটি নানিয়ারচর প্রেসক্লাবের উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে নানিয়ারচর প্রেসক্লাবের সভাপতি মেহেদী ইমামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মো. মশিউর রহমান (পিএসসি) এবং গেস্ট অব অনার ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, রাঙামাটি জেলা পরিষদের সদস্য দয়াল দাশ, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, অফিসার ইনচার্জ মো. নাজির আলম, জেলার বিশিষ্ট সাংবাদিক আলমগীর মানিক, উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামন হাওলাদার, জামায়াতের আমির মো. জুলফিকার আলী, নানিয়ারচর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন রনি।
নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান বলেন, রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ হল সংবাদপত্র। সংবাদপত্রকে বলা হয় চলমান ইতিহাস। সংবাদপত্রের সাহায্যে চলমান পৃথিবীর বিচিত্র ঘটনার সঙ্গে আমরা সহজে পরিচিত হতে পারি। তাই চলন্ত ইতিহাসের শিক্ষা নিয়ে আমাদের প্রস্তুত হতে হবে সুন্দর আগামীর জন্য।
প্রধান অতিথি মেজর মো. মশিউর রহমান উপ-অধিনায়ক (পিএসস) বলেন, সংবাদপত্র হলো একটা দেশ, সমাজ ও জাতির মুখপাত্র। একটা দেশের জাতি কতটা বাকস্বাধীনতা ভোগ করে তা গণমাধ্যমকে দেখলেই বোঝা যায়। এর জন্য একজন স্বাধীন ও মুক্তমনা সাংবাদিককে তথ্যের জন্য কঠিন ও কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হয়। ত্যাগ স্বীকার করতে হয়। দুরন্ত ও সাহসী হতে হয়। অনেক সময় সাহসিকতার বা ভয়ের কারণে সত্য নিউজ করতে চায় না। অন্যায়, নিপীড়ন ও দুর্নীতি দেখেও চুপ থাকে। পরিবারের কথা ভেবে অনেকে চুপসে যায়। ফলে সত্য থেকে যায় আড়ালে। প্রকৃতপক্ষে একজন সৎ ও সাহসী সাংবাদিক কখনো সত্যকে আড়াল করতে পারে না।
ইএইচ