Amar Sangbad
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫,

গুরুদাসপুরে অবৈধ পুকুর খননে অভিযান, ২ লাখ টাকা জরিমানা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০৪:০৬ পিএম


গুরুদাসপুরে অবৈধ পুকুর খননে অভিযান, ২ লাখ টাকা জরিমানা

নাটোরের গুরুদাসপুরে অবৈধ পুকুর খনন করে মাটি বিক্রির বিরুদ্ধে প্রশাসনের অভিযান পরিচালিত হয়েছে।

শুক্রবার গভীর রাতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপুর ইউনিয়নের ডুবার পাড়ায় অভিযান চালিয়ে ভেকুর ড্রাইভার, জমির মালিক এবং মাটি ক্রেতাকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। অভিযানে ভেকুর দুটি ব্যাটারিও জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে অবৈধভাবে পুকুর খনন করে সরকারি পাকা সড়ক নষ্ট করে উচ্চমূল্যে মাটি বিক্রি করছিলেন ভেকু ব্যবসায়ী তপু।

উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ বলেন, ‘অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে। এর আগেও আরো একটি অবৈধ পুকুর খননে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পরামর্শ দেন তিনি।’

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, গুরুদাসপুর থানা পুলিশ এবং আনসার বাহিনী।

ইএইচ

Link copied!