Amar Sangbad
ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫,

১৫ বছর পর বেসরকারিভাবে চালু হচ্ছে কুড়িগ্রাম টেক্সটাইল মিল

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০৫:৫৪ পিএম


১৫ বছর পর বেসরকারিভাবে চালু হচ্ছে কুড়িগ্রাম টেক্সটাইল মিল

দীর্ঘমেয়াদি নবায়নযোগ্য লিজ পদ্ধতিতে পরিচালনার জন্য কুড়িগ্রাম টেক্সটাইল মিলটি হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার দুপুরে কুড়িগ্রাম টেক্সটাইল মিল চত্বরে এক অনুষ্ঠানে বেসরকারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইন্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের কাছে হস্তান্তর করে বিটিএমসি।

এ সময় উপস্থিত ছিলেন, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার এসএম জাহিদ হোসেন, জিএম কাজী ফিরোজ হোসেন, ওয়েস্টার্ন গ্রুপের এমডি বসির আহমেদ, কুড়িগ্রাম জেলা শাখার জামায়াত আমির আব্দুল মতিন ফারুকী, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, জেলা বিএনপির ২নং যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিবসহ অন্যান্য কর্মকর্তারা।

এখন থেকে টেক্সটাইল মিলটি ৩০ বছর মেয়াদে লিজের মাধ্যমে ব্যবসা পরিচালনা করবে ওয়েস্টার্ন ইঞ্জিনয়ারিং (প্রা.) লিমিটেড।

ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের এমডি বসির আহমেদ বলেন, উত্তরবঙ্গের মতো ভালো মানুষ বাংলাদেশের আরও কোথাও আছে কি না, আমার জানা নেই। এটা আমার পছন্দের জায়গা, এখানকার মানুষকে আমি খুব পছন্দ করি। এখানকার মানুষের সাথে মিশে আমার যৌবন বয়সটা কাটিয়েছি। এই টেক্সটাইল মিলসে শিল্প প্রতিষ্ঠান করে খুব একটা লাভজনক ব্যবসা হবে বলে আমরা মনে করি না। তবে এ অঞ্চলের মানুষের ওপর ভালোবাসা থেকে এখানে আমরা কাজ করতে চাচ্ছি।

ইএইচ

Link copied!