আমার সংবাদ ডেস্ক
ফেব্রুয়ারি ৮, ২০২৫, ১১:৪৫ এএম
আমার সংবাদ ডেস্ক
ফেব্রুয়ারি ৮, ২০২৫, ১১:৪৫ এএম
বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ পঞ্চম স্থানে রয়েছে। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৭৬ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।
এ সময় সাভারের হেমায়েতপুর (২৩৭) ও মিরপুরের ইস্টার্ন হাউজিং (২১০) এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
তালিকায় এর পরেই রয়েছে ঢাকার মার্কিন দূতাবাস (১৮৪), গুলশান লেক পার্ক (১৮২), মহাখালীর আইসিডিডিআরবি (১৭৭), তেজগাঁওয়ের শান্তা ফোরাম (১৭৫), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৭২), পশ্চিম নাখালপাড়া সড়ক (১৬৯), কল্যাণপুর (১৬৬) এলাকা। এসব এলাকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।
সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
বিআরইউ