Amar Sangbad
ঢাকা শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫,

নবাবগঞ্জে স্কুল জাতীয়করণ করে দেয়ার নামে ঘুষ নেয়ার অভিযোগে মামলা, গ্রেফতার ১

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০১:৩৭ পিএম


নবাবগঞ্জে স্কুল জাতীয়করণ করে দেয়ার নামে ঘুষ নেয়ার অভিযোগে মামলা,  গ্রেফতার ১

দিনাজপুরের নবাবগঞ্জে স্কুল জাতীয়করণ করে দেয়ার নামে ২ কোটি ৫ লাখ টাকা নেয়ার অভিযোগে নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।

গত বৃহস্পতিবার উপজেলার বিনোদনগর ইউনিয়নের কলমদারপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম বাদি হয়ে ওই মামলাটি দায়ের করেন।

মামলা দায়েরের পর পুলিশ ওই মামলায় প্রতারক হাতভাঙ্গী গ্রামের মৃত আবুল খায়ের মিয়ার ছেলে শফিউল আলমকে (৫০) গ্রেফতার করে গতকাল শুক্রবার অঅদালতে সোপর্দ করেছে।

মামলার তদন্তকারী অফিসার এসআই মাহমুদুর রহমান জানান, বেসরকারি স্কুল জাতীয়করণ করে দেয়ার আশ্বাস দিয়ে শফিউল আলম ২০১৮ সাল থেকে ২০২৪ পর্যন্ত মামলার বাদির কাছে ২ কোটি ৫লাখ টাকা নিয়ে গত চার বছরেও স্কুল জাতীয়করণ করে দিতে পারেনি। মামলার বাদি তার কাছে টাকা ফেরত চাইলে সে বামদিকে হুমকি দেওয়ার অভিযোগে একটি মামলা হয়েছে। মামলায় অভিযুক্ত শফিউল আলমকে গ্রেপ্তার করে গতকাল শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।

আরএস

Link copied!