Amar Sangbad
ঢাকা শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫,

ব্রাহ্মণবাড়িয়ায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিজয়নগর প্রতিনিধি

বিজয়নগর প্রতিনিধি

ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০২:৪৯ পিএম


ব্রাহ্মণবাড়িয়ায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিজিবির একটি টহল দলের অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার ফতেহপুর এলাকা থেকে এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে-শাড়ি, কসমেটিকস, মেহেদি ও সিগারেট।

বিজিবি সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত দেড়টার দিকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৮০০ পিস কাতান শাড়ি, ৮ হাজার ৩১২ পিস কসমেটিকস, ১ হাজার ৪৪০ পিস মেহেদি, ১ হাজার ১২০ পিস সিগারেট জব্দ করা হয়।

জব্দ করা এসব পণ্যের মূল্য এক কোটি ৫০ লাখ চার হাজার ৩৮০ টাকা। জব্দ করা এসব ভারতীয় পণ্য আখাউড়া কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

ইএইচ

Link copied!