Amar Sangbad
ঢাকা শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫,

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০৩:০৯ পিএম


তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ স্লোগান নিয়ে বরিশালে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে বিভাগীয় প্রশাসনের বাস্তবায়নে শনিবার সকালে বরিশাল স্টেডিয়ামে বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. সোহরাব হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগরের আহ্বায়ক শহিদুল ইসলাম শাহেদসহ খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

পরে সংক্ষিপ্ত এক আলোচনা পর্ব শেষে বেলুন ফেস্টুন উড়িয়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৪‍‍` এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

পরে উদ্বোধনী ম্যাচে মাঠে নামেন সরকারি সোহরাওয়ার্দী কলেজ পিরোজপুর বনাম ভোলা সরকারি কলেজ।

প্রথম রাউন্ডে ৮টি দলসহ মোট ১২টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। আগামী ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

ইএইচ

Link copied!