মাদারীপুর ও শিবচর প্রতিনিধি
ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০৫:৪৩ পিএম
মাদারীপুর ও শিবচর প্রতিনিধি
ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০৫:৪৩ পিএম
মাদারীপুরের শিবচরে বাংলাদেশ জাতীয়বাদী মহিলা দলের শিবচর উপজেলার ও পৌরসভা পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে শিবচর উপজেলা স্বপ্নপুরী কমিউনিটি সেন্টারে শিবচর উপজেলা ও পৌরসভা মহিলা দলের আয়োজিত বাংলাদেশ জাতীয়বাদী মহিলা দলের শিবচর উপজেলার ও পৌরসভা পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি তানিয়া সুলতানা লাইজু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন- মাদারীপুর জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তার।
শিবচর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক সুহাদা বেগমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, শিবচর উপজেলা মহিলা দলের সদস্য সচিব শিল্পী আক্তার নীলা, মাদারীপুর জেলা মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক সালমা আক্তার মীম, মাদারীপুর জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক হাসিনা বেগম, মাদারীপুর জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক লাইজু আক্তার, মাদারীপুর জেলা মহিলা দলের সহ-সভাপতি ইয়াসমিন আক্তার মলি, শিবচর পৌরসভা মহিলা দলের আহ্বায়ক নুরুন্নাহার বেগম, শিবচর উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক সেলিনা আক্তারসহ স্থানীয় মহিলা দলের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে জাতীয়তাবাদী মহিলা দল সব সময় রাজপথে থাকবে। শোষণ, বৈষম্যমুক্ত, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়তে আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন আর যেন কোনো স্বৈরাচার না আসতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
ইএইচ