Amar Sangbad
ঢাকা শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫,

রংপুর-৬ আসনে জামায়াতে ইসলামির প্রার্থী নুরুল আমিন

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০৭:১০ পিএম


রংপুর-৬ আসনে জামায়াতে ইসলামির প্রার্থী নুরুল আমিন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামির দলীয় সংসদ সদস্য প্রার্থী হিসেবে সহকারী অধ্যাপক মাওলানা মো. নুরুল আমিনের নাম ঘোষণা করা হয়েছে।

তিনি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং পীরগঞ্জ সিনিয়র ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক।

তার বাবা আলহাজ্ব আজিজুল ইসলাম। পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের দুরামিঠিপুর গ্রামে তার বাড়ি।

প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মিজানুর রহমান বলেন, দল যাকে প্রার্থী ঘোষণা করছে, জামায়াতের সকল পর্যায়ের নেতাকর্মী তাকেই মেনে নেন। ফলে আমাদের দলে বিদ্রোহী প্রার্থী বা বিরোধিতা করার সুযোগ নেই। আমরা ঘোষিত সংসদ প্রার্থীকে নিয়ে এখন মাঠপর্যায়ে কাজ করবো।

উল্লেখ্য, গত নভেম্বরে দলটির সংসদ প্রার্থী বাছাইয়ের জন্য স্থানীয়ভাবে ১৫টি স্তরের দুই শতাধিক ভোটার ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন। এরপর শনিবার প্রার্থী ঘোষণা করা হলো।

ইএইচ

Link copied!