Amar Sangbad
ঢাকা শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫,

রাজবাড়ীতে মাটি কাটাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে ২২জন আহত, আটক ৯

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০৭:৩৩ পিএম


রাজবাড়ীতে মাটি কাটাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে ২২জন আহত, আটক ৯

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পুকুর চালার মাটি কাটাকে কেন্দ্র করে দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ২২ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ৯জনকে আটক করেছে। এতে মারাত্বকভাবে আহত তেঁতুলিয়া গ্রামের ইয়ারুল শেখ (৩৫), শিমুল শেখ (৩৪), মামুন (২২), নুরুল ইসলাম (৩৫) কে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিন্টু ও লালন প্রামানিককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের পাল পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, তেঁতুলিয়া গ্রামের মৃত সুবোধ পালের ছেলে সুশীল পাল বহরপুর গ্রামের দড়িপাড়া গ্রামের জুয়েল শেখের কাছে মাটি বিক্রি করে। তার ভাই শুশান্ত পাল গোহাইলবাড়ি গ্রামের সোহাগ মিয়ার কাছে মাটি বিক্রি করে। শনিবার সকালে জুয়েল ভেকুসহ তার ১০-১২ জন লোক নিয়ে মাটি কাটতে যায়। এসময় সোহাগের লোকজন মাটি কাটতে বাঁধা প্রদান করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের সৃষ্টি হয়।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৯ জনকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।

আরএস

Link copied!