Amar Sangbad
ঢাকা শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫,

ডোমারে মহিলা দলের র‍্যালি ও কর্মী সমাবেশ

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০৮:২৪ পিএম


ডোমারে মহিলা দলের র‍্যালি ও কর্মী সমাবেশ

বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নীলফামারীর ডোমারে র‍্যালি ও কর্মী সমাবেশ করেছে জাতীয়তাবাদী মহিলা দল।

শনিবার সকালে উপজেলা শহরের বাটার মোড় রুবেল চত্বর থেকে উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে একটি র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডোমার নাট্য সমিতি মিলনায়তনে কর্মী সমাবেশে মিলিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. রেয়াজুল ইসলাম কালু।

উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আসমত আরা লাকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহানারা বেগম বিথির সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ডোমার পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আখতারুজ্জামান সুমন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আনোয়ারুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শফিউল বারী বুলবুল, সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মো. মিজানুর রহমান তুলু, সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক সম্পাদক অনিতা রাণী দাস প্রমুখ সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!