Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫,

দিনাজপুরে সাড়ে ৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুর প্রতিনিধি :

ফেব্রুয়ারি ৯, ২০২৫, ০৩:৫২ পিএম


দিনাজপুরে সাড়ে ৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

দিনাজপুর ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) ও দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) কর্তৃক মাদকবিরোধী অভিযানে আটককৃত ৯ কোটি ৬২ লক্ষ ৪৭ হাজার ২৮০ টাকা মূল্যের অবৈধ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি ২০২৫) বেলা ১২টায় বিজিবির ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কার্যালয়ে মাদকদ্রব্য ধ্বংসকরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিজিবি রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এসএম জাহিদুর রহমান, এসজিপি।

বিজিবি ফুলবাড়ী ব্যাটালিয়ন জানায়, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার সীমান্ত এলাকায় ফুলবাড়ী ২৯ ব্যটালিয়ন ও দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে মাদক নির্মূলে বদ্ধপরিকর। বিজিবি সদস্যরা প্রতিকূল পরিবেশে জীবনের ঝুঁকি নিয়ে মাদক নির্মূল অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ফুলবাড়ী ব্যাটালিয়ন কর্তৃক গত ১ ফেব্রুয়ারি ২০২৪ হতে ২০ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত এবং দিনাজপুর ব্যাটালিয়ন গত ১ ফেব্রুয়ারি ২০২৪ হতে ২৮ জানুয়ারি ২০২৫ পর্যন্ত মালিকবিহীন অবস্থায় আটককৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ফুলবাড়ী ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে ধ্বংস করা হয়।

ধ্বংসকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৯ কোটি ৬২ লক্ষ ৪৭  হাজার ২৮০ টাকা। ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ছিল ২৬ হাজার ৭৯৩ বোতল ফেন্সিডিল, ৪৫১ বোতল এমকেডিল, ৪৬৮ বোতল ইস্কপ সিরাপ, ৮৪২ পিস ইয়াবা, ২৬.৩৯৭ কেজি গাঁজা, ৩১ হাজার ৪৭৪ বোতল বিদেশী মদ, ৪২ হাজার ৩৩০ পিস নেশাজাতীয় ইনজেকশন, ৩৬ হাজার ৯১৮ পিস নেশাজাতীয় ট্যাবলেট, ৩.০৬৭ কেজি কোকেন, ৩৭৩৬.৫০০ লিটার দেশী মদ, ৬৬ হাজার ৭৩৮ বোতল যৌন উত্তেজক সিরাপ, ৮৩ হাজার ৩৭০ পিস মদ তৈরির ট্যাবলেট, ১০৯৭বোতল বাংলাদেশি হোমিওপ্যাথিক সিরাপ এবং ৩ বোতল নেশাজাতীয় দ্রব্য হাই প্লাস ইত্যাদি।

মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে বিজিবি দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল গাজী মোহাম্মদ মিজানুল হক পিএসসি, জয়পুরহাট বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার   লে. কর্নেল মো. নাহিদ নেওয়াজ পিএসসি, এলএসসি, দিনাজপুর ৪২ বিজিবির  ব্যাটালিয়ন লে. কর্নেল মো. আহসান উল ইসলাম পিএসসি, ফুলবাড়ী ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল এবিএম জাহিদুল করিমসহ বিজিবি‍‍`র ঊর্ধ্বতন কর্মকর্তা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তা ও মিডিয়ার ব্যক্তিবর্গ এবং ফুলবাড়ী ব্যাটালিয়নের অন্যান্য অফিসার ও সকলস্তরের বিজিবি সদস্য উপস্থিত।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিজিবি ফুলবাড়ী ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল এবিএম জাহিদুল করিম।

বিআরইউ

Link copied!