দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
ফেব্রুয়ারি ৯, ২০২৫, ০৪:৩৭ পিএম
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
ফেব্রুয়ারি ৯, ২০২৫, ০৪:৩৭ পিএম
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শালডাংগা ইউনিয়ন থেকে ৪০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে নীলফামারী র্যাব-১৩ এর সদস্যরা অভিযান চালিয়ে দেবীগঞ্জ উপজেলার শালডাংগা ইউনিয়নের ধুলাঝারি গ্রাম থেকে তাদের আটক করে।
আটকরা হলেন, সিরাজুল ইসলামের ছেলে গোলাম মোস্তফা ও ভবেন চন্দ্র রায়ের ছেলে বিজয় চন্দ্র। তাদের বাড়ি নীলফামারী জেলার ডোমার উপজেলার দক্ষিণ কেতকিবাড়ী এলাকায়।
নীলফামারী র্যাব -১৩ এর এসআই অতুল দাস বাদী হয়ে তাদের বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন৷ পরে র্যাবের সদস্যরা মাদক কারবারিদের দেবীগঞ্জ থানায় হস্তান্তর করে।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা জানান, ৪০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারিকে র্যাব সদস্যরা আটক করে থানায় হস্তান্তর করার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। তাদেরকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
বিআরইউ