মেহেরপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ৯, ২০২৫, ০৮:১০ পিএম
মেহেরপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ৯, ২০২৫, ০৮:১০ পিএম
আগামী জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর জেলার দুটি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি।
রোববার মাগুরা শহরের আল আমিন মিলনায়তনে অনুষ্ঠিত এক দায়িত্বশীল সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
সম্ভাব্য প্রার্থীরা হলেন- মেহেরপুর-১ আসনে জেলা জামায়াতের আমির মাওলানা তাজউদ্দিন খান ও মেহেরপুর-২ আসনে জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য নাজমুল হুদা।
বাংলাদেশ জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য মোবারক হোসাইন প্রার্থীদের নাম ঘোষণা করেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আজিজুর রহমান, অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন, ডক্টর আলমগীর বিশ্বাস, আশেক ইলাইহি, আব্দুল মতিন, মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল ইকবাল হোসেন প্রমুখ।
মেহেরপুর ছাড়াও যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা নড়াইল ও চুয়াডাঙ্গার মোট ২২টি আসনের মধ্যে ১৮টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
ইএইচ