সাঘাটা প্রতিনিধি
ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০২:৪৬ পিএম
সাঘাটা প্রতিনিধি
ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০২:৪৬ পিএম
গাইবান্ধার সাঘাটা উপজেলার সীমান্তবর্তী দেওয়ানতলা রেলওয়ে ব্রিজে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির (৫০) মৃত্যু হয়েছে।
সোমবার সকালে স্থানীয়রা ব্রিজের পাশে খণ্ডিত মরদেহ দেখতে পেয়ে রেলওয়ে পুলিশকে খবর দেয়।
বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার জানান, সৈয়দপুর-ঢাকা রেললাইনের দেওয়ানতলা রেলওয়ে সেতুর পাশে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, রাতের যেকোনো সময় ট্রেন পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটতে পারে অথবা ঢাকাগামী বুড়িমারি এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠিয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ইএইচ