Amar Sangbad
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫,

হাতিয়ায় অপারেশন ডেভিল হান্টে ৪ আ.লীগ নেতা আটক

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৩:১৮ পিএম


হাতিয়ায় অপারেশন ডেভিল হান্টে ৪ আ.লীগ নেতা আটক

সারাদেশের মতো চলমান অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চারজনকে আটক করেছে যৌথ বাহিনী।

রোববার রাতে হাতিয়ার উপজেলার বিভিন্ন এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

থানা সূত্রে জানা যায়, হাতিয়া উপজেলায় নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে আটক করে নোয়াখালী জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের রতন বিহারি দাশের ছেলে সজীব চন্দ্র দাশ (৩২), তমরদ্দি ইউনিয়ন যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও একই ইউনিয়নের মৃত মো. রফিকুল্লার ছেলে মো. রুবেল (৩২), আওয়ামী লীগের সমর্থক বুড়িরচর ইউনিয়নের মৃত মো. আশরাফ উদ্দিনের ছেলে মো. আফতাব উদ্দিন (৩৬) ও তমরদ্দি ইউনিয়নের আজিজুল হকের ছেলে সালাউদ্দিনকে (২৮) আটক করে।

জানা যায় আটককৃত ব্যক্তিদের দেশ বিরোধী নাশকতার অভিযোগ রয়েছে।  

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে হাতিয়াতে চার জনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

ইএইচ

Link copied!