Amar Sangbad
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫,

দিনাজপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৭১ বস্তা চাল ও আটা জব্দ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৩:৪৮ পিএম


দিনাজপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৭১ বস্তা চাল ও আটা জব্দ

দিনাজপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সদর উপজেলার পাটুয়াপাড়া এলাকার মো. রানার বাড়ি থেকে ওএমএসের ৭১ বস্তা চাল ও আটার বস্তা জব্দ করা হয়েছে।

তবে অভিযুক্ত রানা অভিযানের খবর পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়।

সোমবার সকালে দিনাজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল আহমেদের নেতৃত্বে  দিনাজপুর পৌর শহরের পাটুয়াপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পাটুয়াপাড়া এলাকার মোক্তার হোসেনের ছেলে মো. রানার বাড়ি থেকে সরকারি ওএমএসের এসব চাল ও আটার বস্তা জব্দ করা হয়।

জব্দকৃত এসব চাল ও আটার মধ্যে রয়েছে ৫০ কেজি ওজনের আটার বস্তা ১৯টি, ৫০ কেজি ওজনের চালের বস্তা ১০টি, ২৫ কেজি ওজনের চালের বস্তা ৩৮টি ও ৩০ কেজি ওজনের আটার বস্তা ৩টি।

জব্দকৃত এসব চাল ও আটার বস্তা দিনাজপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত রানার বিরুদ্ধে নিয়মিত মামলা করা দায়ের করা হয়েছে।

অভিযানের সময় দিনাজপুর জেলা খাদ্য অফিসের সহকারী খাদ্য নিয়ন্ত্রক মোহন আহমেদ, কোতয়ালি থানার এসআই মো. সেলিমুর রহমানসহ পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।

ইএইচ

Link copied!