Amar Sangbad
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫,

তাহিরপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বিবার্ষিক সভা

তাহিরপুর প্রতিনিধি

তাহিরপুর প্রতিনিধি

ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৪:১৯ পিএম


তাহিরপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বিবার্ষিক সভা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নে দুর্যোগ মোকাবিলায় পূর্ব প্রস্তুতি গ্রহণে কার্যকর ভূমিকা ও দায়দায়িত্ব পালনে সক্রিয় হবার অঙ্গীকার নিয়ে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বিবার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদের হলরুমে এফআইভিডিবি উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্পের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী হায়দারের সভাপতিত্বে ও প্রকল্পের ইউনিয়ন মবিলাইজার ফয়সল আহমদের সঞ্চালনায় সভায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আল-আমিন, তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু জাহান তালুকদারসহ ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!