Amar Sangbad
ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫,

বাঞ্ছারামপুর কল্যাণ সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৫:৩৪ পিএম


বাঞ্ছারামপুর কল্যাণ সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা

ঢাকাস্থ বাঞ্ছারামপুর কল্যাণ সমিতির ৫২তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক পরিচালক মোহাম্মদ মোফাক্কের হোসেনকে সভাপতি এবং অবসরপ্রাপ্ত মেজর এসএম সাইদুল ইসলাম পিএসসিকে সাধারণ সম্পাদক করে আগামী ২ বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় রোববার রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে জমকালো আয়োজনের মধ্যদিয়ে ৮১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী ও ৩১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

নতুন কমিটির সভাপতি মোহাম্মদ মোফাক্কেরের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত মেজর এসএম সাইদুল ইসলাম পিএসসির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির দলীয় সাবেক সাংসদ এম এ খালেক পিএসসি।

এতে উপস্থিত ছিলেন- ইঞ্জিনিয়ার মো. সফিকুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার, অ্যাডভোকেট জিয়া উদ্দিন, ম.ম ইলিয়াস, কবি শাহজাহান আবদালী প্রমুখ।

কার্যকরী কমিটির অন্যতম সদস্যদের মধ্য থেকে এম এ মুহিত, আনিসুর রহমান সুজন, অ্যাডভোকেট মীর আব্দুল হালিম, আজিজুল হক খোকা, সিরাজুল ইসলাম, রাইকা ওয়ালী, ইঞ্জিনিয়ার সেলিম, ইঞ্জিনিয়ার আল আমিন, মো. কামরুজ্জামান, ইকবাল মাহমুদ সুজন প্রমুখ বক্তব্য দেন।

নবনির্বাচিত সভাপতি মোফাক্কের হোসেন ও সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত মেজর এসএম সাইদুল ইসলাম পিএসসি সাধারণ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাঞ্ছারামপুরবাসীর প্রকৃত কল্যাণ নিশ্চিতে শিক্ষা ও স্বাস্থ্য খাতসহ অন্যান্য বিষয়ে আমরা যত্নশীল ভূমিকা পালন করব।

ইএইচ

Link copied!