Amar Sangbad
ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫,

টাঙ্গাইলে নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৫:৩৯ পিএম


টাঙ্গাইলে নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

টাঙ্গাইলে নিষিদ্ধ ছাত্রলীগের শহর শাখার সহ-সভাপতি ইকবাল হায়াতকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে ৫ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।  

গ্রেপ্তারকৃত ইকবাল হায়াত পৌর শহরের আকুর-টাকুর পাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত ২টার দিকে অভিযান চালিয়ে শহরের বটতলা এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের টাঙ্গাইল শহর শাখার সহ-সভাপতি ইকবাল হায়াতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইকবালকে গত বছরের ১৩ নভেম্বর দায়ের করা দ্রুত বিচার আইনে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, সোমবার দুপুরে ইকবাল হায়াতকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়।

ইএইচ

Link copied!