Amar Sangbad
ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫,

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে মহাসড়ক অবরোধ

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া

ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৫:৫০ পিএম


কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে মহাসড়ক অবরোধ

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।  

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মেডিকেল কলেজের সামনে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ সমাবেশ করে তারা। 

এমবিবিএস নাইন ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, পরিচালক স্যার আমাদের জানিয়েছেন ২০ দিনের মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজের শিশু ও মেডিসিন বিভাগ চালু করবেন। আগামী এক মাসের মধ্যে সার্জারিসহ অন্যান্য বিভাগ চালু করা হবে। তিনি বলেন, সেনাবাহিনী আমাদের পক্ষ নিয়ে পরিচালক স্যারের সাথে কথা বলেছেন। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আনোয়ারুল কবির   বলেন, দ্রুততার সাথে কুষ্টিয়া মেডিকেল কলেজ চালু করার বিষয়ে সকল পদক্ষেপ চলমান আছে। শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে কথা হয়েছে। আগামী ২০ দিনের মধ্যে শিশু বিভাগ ও মেডিসিন বিভাগ চালুর লিখিত আশ্বাস দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

আরএস

Link copied!