Amar Sangbad
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫,

ফেনীতে দুই ইটভাটাকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী

ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৬:১৫ পিএম


ফেনীতে দুই ইটভাটাকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা

ফেনী সদর উপজেলার ফাজিলপুওে দুই ইটভাটাকে ৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও একটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার এ জরিমানা করেন। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার দুপুরে ফেনী জেলা পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সজিব তালুকদারের নেতৃত্বে ফাজিলপুর ইউনিয়নের আমিন ব্রিকস ও খাইয়ারা ব্রিকস ইটভাটায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইটভাটা আইন অমান্য করে ফসলি জমির মাটি কেটে ইট প্রস্তুত ও বিক্রি করার অপরাধে আমিন ব্রিকসকে সাত লাখ ৫০ হাজার টাকা এবং খাইয়ারা ব্রিকসকে এক লাখ টাকা  জরিমানা ও খাইয়ারা ব্রিকস ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে। 

অভিযানে পরিবেশ অধিদপ্তের উপ-পরিচালক শওকত আরা কলি, সিনিয়র কেমিস্ট ও সহকারি পরিচালক মো: তানবীর হোসেন, পরিদর্শক শাওন শওকত, সেনাবাহিনী টিম, ফেনী জেলা পুলিশের একটি টিম ও ফায়ার সার্ভিসের একটি টিম সহায়তা করেন। 

ফেনীতে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার জানান, জেলা প্রশাসনের সহযোগিতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরএস
 

Link copied!