Amar Sangbad
ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫,

ফুলবাড়ীতে বাল্যবিবাহের উপরে আলোচনা সভা ও পথ নাটক

জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম)

জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম)

ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৭:৪০ পিএম


ফুলবাড়ীতে বাল্যবিবাহের উপরে আলোচনা সভা ও পথ নাটক

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পথ নাটকের মাধ্যমে বাল্যবিয়ের কুফল সম্পর্কে জন সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের পথ নাটক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার ১০ জানুয়ারি বিকেল ৩ টায় নাওডাঙ্গা জমিদার বাড়ির পাশে নাওডাঙ্গা স্কুল এন্ড কলেজ মাঠে,এমজেএসকেএস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় শিমুলবাড়ী আশার আলো যুব সংগঠনে বাস্তবায়নে শিমুলবাড়ী আশার আলো যুব সংগঠনের সাধারণ সম্পাদক মীম আক্তারের সঞ্চালনায় নাওডাঙ্গা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হানিফ এর সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নাওডাঙ্গা স্কুল শাখার প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, নাওডাঙ্গা স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপিকা শামীমা জাহান,নাওডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাদা মিয়া।

আরো উপস্থিত ছিলেন,সিএনবি প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর রনজিত কুমার রায়,নাওডাঙ্গা স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপিকা রোকেয়া বেমম, শিমুলবাড়ী আশার আলো যুব সংগঠনে দপ্তর সম্পাদক রুবেল মিয়া, কোষাধ্যক্ষ নুরজামাল মিয়া,সদস্য মারুফ ইসলাম,আরো অনেকে।

আলোচনা সভা শেষে পথ নাটক ফুলির জীবন কাহিনী মঞ্চায়িত হয়। 

আরএস

 

 

Link copied!