Amar Sangbad
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫,

চৌগাছায় পানিতে ডুবে প্রতিবন্ধী কিশোরের মৃত্যু

এম এ. মান্নান, চৌগাছা (যশোর)

এম এ. মান্নান, চৌগাছা (যশোর)

ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৮:১৮ পিএম


চৌগাছায় পানিতে ডুবে প্রতিবন্ধী কিশোরের মৃত্যু

যশোরের চৌগাছায় পানিতে ডুবে সাকিব হোসেন  (১৩) নামে প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার  (১০ ফেব্রুয়ারি) সকাল ১১ টার সময় উপজেলার পৌরসভার ৫ নং ওয়ার্ড কোল্ডষ্টোর পাড়ায় এ ঘটনা ঘটে। সে মাঠপাড়া গ্রামের উজ্জ্বল হোসেনের ছেলে। এদিকে এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের স্বজনরা  জানান সে জন্ম থেকেই প্রতিবন্ধী।  ঘটনার দিন সাকিবকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, পরে সকাল ১১ টার দিকে প্রতিবেশীদের সহযোগিতায় বাড়ীর পাশের পুকুর থেকে  তার মরদেহ উদ্ধার করে। পুকুরের পানিতে তার গায়ের জামা ভেসে উঠতে দেখে। স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সুরাইয়া পারভিন বলেন হাসপাতালে আনার আগেই সাকিবের মৃত্যু হয়েছে।

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

আরএস
 

 

Link copied!