Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫,

বাকেরগঞ্জে নির্দেশ অমান্য করে তোহা বাজারের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ

বাকেরগঞ্জ (বরশাল) প্রতিনিধি

বাকেরগঞ্জ (বরশাল) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৮:২৬ পিএম


বাকেরগঞ্জে নির্দেশ অমান্য করে তোহা বাজারের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি বাজারে সরকারি নিয়মনীতি ও প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি তোহা বাজারের প্রায় ৫০ লক্ষ টাকার জমিতে একাধিক ভবন নির্মাণ মোস্তাফিজুর রহমান নামে স্থানীয় এক ভূমিদস্যু। বাকেরগঞ্জ উপজেলাধীন নিয়ামতি ইউনিয়নের জেএল নং ১১ নিয়ামতি মৌজার এসএ ১খাস খতিয়ানভুক্ত ২৪৫নং দাগ যাহার শ্রেণী রাস্তা ও ২৫৫ নং দাগ যাহার শ্রেণী তোহা বাজার এই দুইটি দাগের ভূমি আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ৫টি বসতঘর নির্মাণ করার কাজ শুরু করেছেন মোস্তাফিজুর রহমান হাওলাদার।

এ বিষয় স্থানীয় মো. রুস্তম আলী হাওলাদার নিয়ামতি ইউনিয়ন ভূমি কর্মকর্তার বরাবর একটি লিখিত অভিযোগ করেন। পরে বরিশালে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা দায়ের করেন যাহার এমনপি কেস নং-০৩/২২। উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং বিজ্ঞ আদালতের নির্দেশে তৎকালীন উপজেলা সাবেক সহকারী কমিশনার (ভূমি) আবুজর মো. ইজাজুল হকের নির্দেশে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সরেজমিনে তদন্ত করে গত ২০২২ সালের ৭মার্চ ২০২২ একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেন। যাহা ওই বছরের ২৬ মার্চ সাবেক সহকারী  কমিশনার ভূমি আবুজার মো. ইজাজুল হকের স্বাক্ষরিত প্রতিবেদনটি বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল আদালতে প্রেরণ করা হয়। বিজ্ঞ আদালত ২৫ মে উভয়পক্ষকে ভোগদখলে নিষেধাজ্ঞা দিয়ে সরকারি জমি ছেড়ে নির্মাণকাজ করতে নির্দেশ দেয়। সম্প্রতি মোস্তাফিজুর রহমান উপজেলা ভূমি অফিসের কানুনগোসহ একটি সিন্ডিকেটের সহযোগিতায় দিনেদুপুরে ও রাতের আঁধারে ওই জমিতে ৫টি অবৈধ বসতঘর স্থাপনার কাজ পুনরায় শুরু করে। নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায়, উপজেলা ভূমি অফিসের একাধিক অসাধু কর্মকর্তার যোগসাজশে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে উপজেলার এক নেতার শেল্টারে সরকারি তোহা বাজারের জমিতে একাধিক অবৈধ স্থাপনা নির্মাণ কাজ চলমান রয়েছে।

এ বিষয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তা মুরাদ হোসেন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শক্রমে ওই লোককে তিনি সরকারি জমিতে কাজ বন্ধ করতে নোটিশ করেছেন। সরকারি জায়গায় ভবন নির্মাণ করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা প্রশাসনের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দীর্ঘদিন বন্ধ রেখে হঠাৎ করে সুযোগ বুঝে সরকারি তোহা বাজারের জমিতে অবৈধ নির্মাণ কাজ শুরুর বিষয় জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ গণমাধ্যমকে জানান, বিষয়টি তিনি সাংবাদিকদের মাধ্যমে অবহিত হয়েছেন। তিনি মোস্তাফিজুর রহমানকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে দেখা করতে বলেছেন। যদি সরকারি তোহা বাজারের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করে উক্ত স্থাপনা ভেঙে দেয়া হবে বলেও তিনি জানান।

আরএস
 

Link copied!