Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫,

জামায়াত থেকে জাকির হোসেনকে বহিষ্কার

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৮:৩১ পিএম


জামায়াত থেকে জাকির হোসেনকে বহিষ্কার

সংগঠনের শৃঙ্খলা ও নীতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার কর্মী জাকির হোসেন মিয়াকে বহিষ্কার করা হয়েছে। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামায়াতের জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক আ.ন.ম আবদুর রহিম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। জাকির দাগনভূঞা উপজেলার গজারিয়া বাজারের জহির আহমদের ছেলে।

বিজ্ঞপ্তিতে সূত্রে জানা যায়, জামায়াত কর্মী জাকির হোসেনকে সংগঠনের গঠনতন্ত্রের ৬২ নং ধারার ২ উপধারা অনুযায়ী বহিষ্কার করা হলো।

এর আগে স্থানীয় একটি দৈনিকে জাকির হোসেনের বিরুদ্ধে ফেনী আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ পদ থেকে সাময়িক বহিষ্কার হওয়া মাহমুদুল হাসানের ৩ লাখ টাকা অর্থ লেনদেনের একটি সংবাদ প্রকাশিত হয়। এ সংক্রান্ত একটি অডিও ফাঁস হলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যা টক অব দ্য টাউনে পরিণত হয়।

আরএস
 

Link copied!