কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৮:৩৭ পিএম
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৮:৩৭ পিএম
পিরোজপুরের কাউখালীতে ৫ দিনব্যাপি ৬ষ্ঠ কাব স্কাউট ক্যাম্পুরী ও তারুণ্যের উৎসব উদ্বোধন হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে সরকারি কাউখালী গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে কাব ক্যাম্পুরী উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি স্বজল মোল্লা।
কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটের কমিশনার সুব্রত রায়ের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবর তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মুনিবুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নজরুল ইসলাম, উপজেলা উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
কাব ক্যাম্পুরী ও তারুণ্যের উৎসবে উপজেলার ৩৫ টি প্রাথমিক বিদ্যালয়ের ২১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
আরএস