Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫,

বাহুবলে সীমান্তবর্তী ঢাকা সিলেট মহাসড়কে ট্রাক ও পিক সংঘর্ষ: নিহত ১

জুবায়ের আহমেদ,বাহুবল (হবিগঞ্জ)

জুবায়ের আহমেদ,বাহুবল (হবিগঞ্জ)

ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৮:৫২ পিএম


বাহুবলে সীমান্তবর্তী ঢাকা সিলেট মহাসড়কে ট্রাক ও পিক সংঘর্ষ: নিহত ১

হবিগঞ্জের বাহুবল উপজেলার সীমান্তবর্তী নবীগঞ্জ উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের বড়চর নামক স্থানে ট্রাক ও পিক-আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত খোকন মিয়া(২২)নামে এক যুবকের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

খোকনের মৃত্যুতে শোকাভিভূত পরিবার ও এলাকাবাসী। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবাররাত ১১ টার দিকে বাহুবল উপজেলার সীমান্তবর্তী নবীগঞ্জ উপজেলার পানিউমন্দা ইউনিয়নের ঢাকা সিলেট মহাসড়কের বড়চর নামক স্থানে ট্রাক ও পিক-আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বাহুবল উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের রশিদপুর চা বাগানের দীলিপ চাষার ছেলে ভ্যান চালক মনা চাষা(৩০)এর মৃত্যু হয়।এমতাবস্থায় স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় খোকন মিয়া(২২) সহ কয়েকজনকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে,হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল  ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

রবিবার ১০ ফেব্রুয়ারি ভোরে চিকিৎসাধীন অবস্থায় বাহুবল উপজেলার ৪নং সদর ইউনিয়নের কসবা করিমপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে খোকন মিয়ার মৃত্যু হয়।রবিবার সন্ধ্যায় খোকন মিয়ার মৃত্যুর খবর শুনে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আরএস
 

Link copied!