Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫,

১৬বছর পর পীরতলা বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৮:৫৪ পিএম


১৬বছর পর পীরতলা বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

দীর্ঘ ১৬ বছর পর পটুয়াখালীর দুমকি  উপজেলার ঐতিহ্যবাহী পীরতলা বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে মো. বশির উদ্দিন সভাপতি ও আমিনুল ইসলাম শাহীন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সভাপতি পদে ৪জন, সহসভাপতি পদে ৫জন সাধারণ সম্পাদক পদে ৪ জন যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২জন সাংগঠনিক সম্পাদক পদে ৩জন ও কোষাধ্যক্ষ পদে ২ জন  প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন । 

দপ্তর সম্পাদক পদে জি এম আবু বকর সিদ্দিক,প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. হাবিবুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে মো. রাজিব, ধর্ম বিষয়ক সম্পাদক পদে রেজাউল করিম ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান পান্না বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।

৩১৩জন ভোটারের মধ্যে ৩০৪ জন ভোট প্রদান করেন। এতে মটর সাইকেল প্রতীকে ১৫৪ ভোট পেয়ে বশির উদ্দিন  সভাপতি ও চশমা প্রতীকে ৯৯ ভোট পেয়ে আমিনুল ইসলাম শাহীন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়।
সহ সভাপতি পদে ইয়াকুব আলী, হাফেজ মাহবুবুর রহমান ও রাম চরন গাইন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে খাইরুল আলম কোষাধ্যক্ষ পদে মো. সোহেল রানা নির্বাচিত হয়েছে।

দুমকি  উপজেলা সদরের ঐতিহ্যবাহী পীরতলা বাজার বণিক সমিতি দীর্ঘ ১৬ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হয়। বিগত সরকারের সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ ও সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন সভাপতি ও সাধারণ সম্পাদক পদ দখলে রেখে তাদের মনোনীত ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করে কার্যক্রম পরিচালনা করতো। তাই এই ভোটকে কেন্দ্র করে ভোটার এবং প্রার্থীদের মাঝে ব্যাপক আনন্দঘন ও উৎসাহপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যায়। ভোটারগন সকাল থেকে লাইন ধরে তাদের প্রত্যাশিত প্রার্থীকে ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

আরএস

Link copied!