মহুয়া জান্নাত মনি, রাঙামাটি
ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৯:০৭ পিএম
মহুয়া জান্নাত মনি, রাঙামাটি
ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৯:০৭ পিএম
রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার গ্রেপ্তার হয়েছেন।
সোমবার সন্ধ্যায় রাজধানীর সোবহানবাগ থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান।
২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন দীপংকর তালুকদার। তিনি রাঙ্গামাটির প্রতিনিধিত্বকারী জাতীয় সংসদের পাঁচবারের প্রাক্তন সদস্য। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাঙ্গামাটি পার্বত্য জেলার সভাপতি তিনি।
গত ৫ আগস্টের পর বিভিন্ন জায়গায় একাধিক মামলাও হয়েছে দীপংকরের বিরুদ্ধে।
আরএস