ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০৪:৪৬ পিএম
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০৪:৪৬ পিএম
জামালপুরের ইসলামপুরে অপারেশন `ডেভিল হান্ট` এর তৃতীয় দিনে অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৩ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ফেব্রুয়ারি) গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ। গতরাত (১০ফেব্রুয়ারি) থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে `ডেভিল হান্ট` অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আওয়ামী ও ছাত্রলীগের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ এলাকার মৃত শহীদুর রহমান খানের ছেলে ও ওয়ার্ড যুবলীগের সভাপতি সাজেদুল ইসলাম খান শামীম (৩৫), লক্ষ্মীপুর বালুচরের মৃত জামাল উদ্দিনের ছেলে,আওয়ামী লীগ কর্মী ও ইউপি মেম্বার হুমায়ুন রশিদ দুলাল (৩৫), উত্তর সিরাজাবাদের বাসিন্দা ফজলুর রহমানের ছেলে ও ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তানজিল হোসেন (২২)।
এ ব্যাপারে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফ বলেন,আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশের ন্যায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে রাতে আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতাদের বিশেষ ক্ষমতা এবং সন্ত্রাসবিরোধী আইন মামলায় গ্রেফতার করা হয়েছে।
তাঁদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার অভিযোগ রয়েছে। এ অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
বিআরইউ